পুষ্প স্যাটেলাইট সিটি

ঢাকা জিরো পয়েন্ট থেকে ২২ কিলোমিটার এবং পদ্মাসেতু হতে ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং ৪০০ ফুট প্রশস্ত ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে প্রকল্পের অবস্থান। প্রকল্প এলাকা প্রাকৃতিক সবুজের মাঝে লেক বেষ্টিত আবাসন প্রকল্প। পুষ্প স্যাটেলাইট সিটিতে সরকারী নীতিমালা অনুযায়ী প্লট সমূহ সুবিন্যস্ত করা হয়েছে।

আমাদের প্রকল্পটি ঢাকা-মাওয়া হাইওয়ে রোড সংলগ্ন। হাইওয়ে থেকে ১৩০ ফুট এডিনিউ রাস্তা এবং অভ্যন্তরে ৬০ ফুট, ৫০ ফুট, ৪০ ফুট ও ৩০ ফুট রাস্তা ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। সু স্যাটেলাইট সিটিতে আপনার জন্য রয়েছে আবাসিক ৩.৫ কাঠা, ৫ কাঠা এছাড়াও রয়েছে ১০ কাঠার বাণিজ্যিক প্লট।